টাইগারদের সমীহ করছে ভারত

খেলাধুলা

স্পোর্টস রিপোর্টার


অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ১০ উইকেটের বড় হারে কেঁপে উঠেছে গোটা পাকিস্তানের ক্রিকেট। যে ঢেউ আছড়ে পড়ছে সীমান্তের ওপারে, পরাশক্তি ভারতও এখন টাইগারদের সমীহ করছে! তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের মতে, ব্যাটিং-বোলিং মিলিয়ে টেস্টে এগিয়ে যাওয়ার মতো, যে কোনো দলকে চ্যালেঞ্জ জানানোর মতো কম্বিনেশন খুঁজে পেয়েছে বাংলাদেশ। আর সুরেশ রায়না বলছেন, নাজমুল হোসেন শান্তদের হালকাভাবে নিলে খেসারত দিতে হবে। পাকিস্তানের সঙ্গে দুই টেস্টের এই সিরিজ শেষেই ভারত সফরে দুই টেস্ট ও তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর চেন্নাই টেস্ট দিয়ে শুরু মাঠের দ্বৈরথ। ক্রিকেটে সময়ের মোড়ল ভারত নিজ আঙিনায় বরাবরই অপ্রতিরোধ্য, সে প্রতিপক্ষ যেই হোক। কিন্তু পাকিদের খাবি খাওয়ানোর পর শান্তদের নিয়ে বিশেষ পরিকল্পনা আটতে হচ্ছে রোহিত শর্মাদের।

‘বাংলাদেশ প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। এটা একটা অবিশ্বাস্য ভালো খবর। বিশেষ করে দেশটির মানুষ যখন একটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। কোচ, অধিনায়কÑ সবার জন্যই এটা গর্বের।’ নিজের ইউটিউব চ্যানেলে বলেন অশ্বিন। ‘ম্যাচটা হয়েছে একটা রাস্তার মতো পিচে। বাংলাদেশ সেখান থেকে জয় তুলে নিয়েছে। প্রথম তিন দিনে তেমন কিছুই ঘটেনি। তারপর আমি যখন একটা ফ্লাইটে উঠব, তখন পাকিস্তান আমাকে চমকে দিয়েছে। হাইলাইটস দেখে বুঝলাম, শেষ দিনে ওরা পুরোপুরি ধসে গেছে।’

ব্যাটিং উইকেটে খেলা হলেও বাংলাদেশকে কৃতিত্ব দিতে ভুল করেননি অশ্বিন। সর্বশেষ ভারত সফরের সময় তিনি জানিয়েছিলেন, টেস্টের জন্য বাংলাদেশ ফর্মুলা খুঁজে পেয়েছে, ‘বাংলাদেশকে জয়ের জন্য কৃতিত্ব দিতেই হবে। ওরা সর্বশেষ যখন ভারত সফরে এসেছে, তখনো আমি বলেছিলাম- ওরা ভালো খেলেছে। ওরা টেস্ট খেলার একটা ফর্মুলা খুঁজে পেয়েছে। তাদের ভালো কয়েকজন পেসার আছে। আবার লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞরাও আছে। কিছু তরুণ আছে, যেমন জাকির হাসান, সাদমান ইসলাম; এরাও ভালো। মিরাজের অভিজ্ঞতাও খুব কাজের।’

প্রায় দুই যুগ ধরে টেস্ট খেললেও এখনো পায়ের তলার মাটি শক্ত করতে পারেনি বাংলাদেশ। তবে উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার মতো দল বলতে নারাজ অশ্বিন। ১০০ টেস্টে ৫১৬ উইকেট শিকরি লিজেন্ড স্পিনারের স্পিনারের চোখে বাংলাদেশ আমলে নেওয়ার মতো দল, ‘সব মিলিয়ে বাংলাদেশ দল টেস্টে ভালো লড়াই করে। নিশ্চিতভাবেই উপমহাদেশের কন্ডিশনে ওরা উড়িয়ে দেওয়ার মতো দল নয়। তারা আমলে নেওয়ার মতো দল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *