সুবর্ণবাঙলা ডেস্ক
দিলীপ কুমার
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত হওয়া শিক্ষার্থীর হত্যা মামলা মাথায় নিয়ে প্রকাশ্য দিবালকে ঘুরে বেড়াচ্ছে ডায়মন্ড ওয়াল্ড এর মালিক দিলীপ কুমার আগরওয়াল। রাজধানীর বাড্ডা থানায় মো শাহাদাত হোসেন খান বাদী হয়ে ডায়মন্ড ওয়াল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন সম্প্রতি। মামলাটি গত ২৩ আগস্ট রুজু করা হয়েছে। মামলায় দিলীপ কুমারের বিরুদ্ধে হত্যা ও সহায়তার অভিযোগ আনা হয়েছে।
এদিকে মামলায় দিলীপ কুমারসহ আরও আসামী করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা, নূরে আলম চৌধুরী লিটন, মজিবুর রহমান নিক্সন চৌধুরী,মো মনির হোসেন চৌধুরী,ডা সেলিম, আওলাদ হোসেন খান, মো লতিফ মুন্সি,সংকর ঘোষ, মো ইলিয়াস পাশা, খায়রুজ্জামান, নাজমুল হুদা সহিদ খান, দেলোয়ার ব্যাপারী, হায়দার হাওলাদার, দেলোয়ার হাওলাদার, এনায়েত হাওলাদার, রেজাউল মাতবর, মুরাদ মিয়া,সরাব উদ্দিন, মিজান সিকদার, রহিম বেপারী,জামাল মুন্সি, মো কালাম চোকদার, মো খোকন বয়াতি, আব্দুর রহমান সাদ্দাম, মো জাহাঙ্গীর আলম রায়হান সরকার, মো রাজিব ঢালি, মো আশিক মাদবর, মো হাবিব বেপারি, সৌরভ রায়, মো মিজানুর রহমান, সাঈদ হাওলাদার ভিপি, শাওন কাজী ভিপি,রিয়াজুল ইসলাম রুবেল তালুকদার, শ্রাবন সোহাগ,পান্ত কামাল, লিটন হায়দার, শাখাওয়াদ হোসেন খান, মো রানা খান, আক্তার খান, জুয়েল খালাসী, টুকু সেখ, প্রদুত সরকার, মো নাসির আকন, স্বপন শীল, মো তুসার খান, মো বাবুল ফকির, মো রাসেল ফকির,মুরাদ হাওলাদার, হাবিব মাস্টার,আজিজুল মুন্সি, মহিন কাজী, নিজাম বেপারি ও মনির খানসহ প্রমুখ।