সুবর্ণবাঙলা প্রতিবেদন
ছাত্র-জনতার গণঅভ্যুথানকে কেন্দ্র করে বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবরুদের মধ্যে এখন পর্যন্ত ৮২৬টি অস্ত্র ও ২০ হাজার ৭৭৮টি গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, সারাদেশ থেকে বিভিন্ন ধরনের ৮২৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ২০ হাজার ৭৭৮ রাউন্ড গুলি, ১ হাজার ৪৮২টি টিয়ার গ্যাস শেল ও ৭১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চলছে। কারও কাছে অবৈধ অস্ত্র থাকলে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।