সুবর্ণবাঙলা প্রতিবেদন
সারা দেশের ৪৯৫ উপজেলায় প্রশাসক নিয়োগ নিয়োগ দিয়েছে অন্তর্র্বতী সরকার। গতকাল রোববার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় স্থানীয় সরকার বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট উপজেলার নিবার্হী কর্মকর্তাগণ অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
পৃথক প্রজ্ঞাপনে ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়।