‘শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না’

জাতীয় রাজনীতি

সিলেট ব্যুরো

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে স্বৈরাচার আওয়ামী লীগ শাসনের পতনের এক মাস পূর্তিতে গণজাগরণের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহিদি মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে ছাত্ররা সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারে সমবেত হওয়ার পর শিক্ষার্থীরা রাজপথে মিছিল বের করেন। রাজপথ প্রদক্ষিণ শেষে ফের তারা শহিদ মিনারে সমবেত হন।

শহিদি মার্চে মাথায় পতাকা বেঁধে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে এই মার্চে যোগ দেন সর্বস্তরের মানুষ। এ সময় তাদের মুখে মুখে স্লোগান, হাতে লাল-সবুজের পতাকা ছিল।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকা থেকে শহিদি মার্চের পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা।

এ সময় ছাত্র-জনতা সফল হোক সফল হোক, শহিদি মার্চ সফল হোক, শহিদদের কারণে ভয় করি না মরণে, আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না, শহিদের রক্ত বৃথা যেতে দেব না, আজকের এই দিনে আবু সাঈদদের মনে পড়ে, আজকের এই দিনে শহিদদের মনে পড়ে- ইত্যাদি স্রোগান দিতে থাকেন।

এ সময় গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করে শহিদি মার্চে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, দেশের হাজারও শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। প্রাণ দিয়ে এ দেশের মানুষকে স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। এ সময় শিক্ষার্থীরা শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না বলেও স্লোগান দেন। মার্চটি কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে ফের সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে সমাপ্ত হয়।

উল্লেখ্য, ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর গত ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *