ভিয়েতনামে সাইক্লোন ইয়াগির আঘাতে নিহত ৪

আন্তর্জাতিক পরিবেশ ও জলবায়ু

অনলাইন ডেস্ক


ভিয়েতনাম

চলতি বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানার পর অন্তত চারজনের মৃত্যু হয়েছে।

ইন্দো-প্যাসিফিক ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, শনিবার সকালে হাই ফং ও কোয়াং নিনহ প্রদেশে ঘণ্টায় ২০৩ কিলোমিটার বেগে ঝড়টি আঘাত হানে।

প্রবল বাতাস এবং উড়ন্ত ধ্বংসাবশেষের কারণে ভবন ও যানবাহনের ক্ষতি হয়েছে। গাছ ভেঙে পড়ে রাজধানী হ্যানয়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার উত্তরাঞ্চলীয় কোয়াং নিনহ প্রদেশে তিনজন এবং হ্যানয়ের নিকটবর্তী হাই ডুয়ং প্রদেশে আরও একজন নিহত হয়েছেন। ওই অঞ্চলে প্রায় ৭৮ জন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার চীনের হাওয়াই খ্যাত জনপ্রিয় পর্যটন কেন্দ্র হাইনান দ্বীপে ইয়াগি তাণ্ডব চালানোর পর এ ঘটনা ঘটল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *