সুবর্ণবাঙলা প্রতিবেদন
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৪ আগস্ট বিকাল সাড়ে চারটার দিকে ফার্মগেটের পদচারী-সেতুর নিচে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গোলাম নাফিজ। গুলিবিদ্ধ গোলাম নাফিজকে পুলিশ যখন রিকশার পাদানিতে তুলে দেয়, তখনও তিনি রিকশার রডটি হাত দিয়ে ধরে রেখেছিলেন। যে ছবিটি কাঁদিয়েছিল পুরো বাংলাদেশকে।
১৮ আগস্ট নাফিজের নিজ স্কুল বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে গোলাম নাফিজসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদদের স্বরণে আয়োজিত স্মরণসভায় ছাত্র, শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা দশহিদ গোলাম নাফিজ’ এর নামে এ প্রতিষ্ঠানের একটি ভবনের নামকরণের দাবি করেন। পরবর্তীতে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীরা সে দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
এর প্রেক্ষিতে মঙ্গলবার দুপুর তিনটায় রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজে শহিদ গোলাম নাফিজ ভবনের নামফলক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্র্বতী সরকারের ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।