অনলাইন ডেস্ক
দীর্ঘতম ডাবল ডেকার ফ্লাইওভার
সম্প্রতি ভারতে এশিয়ার প্রথম চার লেনের দীর্ঘতম ডাবল ডেকার ফ্লাইওভার চালু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি সম্প্রতি এই ফ্লাইওভারের উদ্বোধন করেন। ৫.৬ কিলোমিটারের এই ডাবল ডেকার ফ্লাইওভার, মহামেট্রো এবং এনএইচএআই বা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়ার দ্বারা ৫০০ কোটি টাকারও বেশি খরচ করে নির্মাণ করা হয়েছে। এলআইসি স্কোয়ার থেকে অটোমোটিভ স্কোয়ার পর্যন্ত বিস্তৃত এই ফ্লাইওভার।
ফ্লাইওভারটির বৈশিষ্ট্যগুলো হলোÑ ৫.৬৭ কিমি ডাবল ডেকার ফ্লাইওভার একটি পিলারের ওপর দাঁড়িয়ে রয়েছে। এশিয়ার দীর্ঘতম ডাবল ডেকার ফ্লাইওভার এটি। ফ্লাইওভারের ওপরই পাঁচটি মেট্রো স্টেশন গদ্দিগোদাম চক, কদবি চক, ইন্দোরা চক, নারী রোড, অটোমোটিভ চক, নির্মাণ করা হয়েছে অনন্য প্রযুক্তি ব্যবহার করে। এটিই দেশের প্রথম কাঠামো, যেখানে চার লেনের পরিবহন ব্যবস্থা রয়েছে।
আশ্চর্যের বিষয় হলো, এই কাঠামোর চারটি লেনের পরিবহন এক জায়গাতেই রয়েছে। উপরে, একটি মেট্রো লাইন আছে, তার নিচে একটি ফ্লাইওভার, তারপর একটি রেলপথ এবং অবশেষে নিচে একটি রাস্তা রয়েছে। কাম্পটি থেকে নাগপুর বিমানবন্দরে পৌঁছতে সময় লাগবে মাত্র আধঘণ্টারও কম। ২০ মিনিটে ২০ কিলোমিটার পেরিয়ে যেতে পারবেন চালকরা।