সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
ছবি : সংগৃহীত
দাম কিছুটা কমলেও রাজধানীর বেশিরভাগ বাজারে কমেছে সয়াবিন তেলের সরবরাহ। চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল।
শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম রাখা হচ্ছে ১৬৫ টাকা।
এদিকে, গত সপ্তাহের তুলনায় আলুর দাম কেজিতে ৫ টাকার মতো বেড়েছে। প্রতি কেজি পুরান আলু বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। আর নতুন আলুর দাম কেজিতে ৯০ থেকে ১০০ টাকা।
বাজারে মোটা চাল, পেঁয়াজ, চিনি ও ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। প্রতি কেজি মোটা চালের দাম ৩ থেকে ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকায়। আমদানি করা পেঁয়াজ ১০০ ও দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে।
অপরদিকে উদপাদন বাড়ায় শীতকালীন সবজির দামও কিছুটা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রতিটি ফুলকপি ৬০ থেকে ৭০ টাকা, মূলা ৪০ টাকা, বেগুন ৭০ টাকা এবং গাজর ও সিম বিক্রি হচ্ছে ৬০ টাকায় প্রতি কেজি।