সুবর্ণবাঙলা ডেস্ক
কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা। ছবি : সংগৃহীত
বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ভারতের এক রাজনীতিকের বিরুদ্ধে মামলা হয়েছে। জানা গেছে, তার নাম কেএস ঈশ্বরাপ্পা। তিনি কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রী ও রাজ্যের বহিষ্কৃত বিজেপি নেতা। বিদ্বেষ ছড়ানোয় স্থানীয় শিবমোগা পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে এই মামলা করে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি হিন্দু হিতরক্ষণা সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল যৌথভাবে একটি সমাবেশ করে। সেখানে বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত সহিংসতা এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে প্রতিবাদ জানানো হয়। ঈশ্বরাপ্পা সেই সমাবেশে উদ্দেশ্যমূলক বিদ্বেষপূর্ণ বক্তব্য দেন।
এবারই প্রথম নয়, এর আগেও বিজেপির সাবেক এই নেতা মুসলিমদের হুমকি দিয়ে বক্তব্য রেখেছিলেন। তখনো তার বিরুদ্ধে মামলা হয়েছিল।
এখানেই শেষ নয়, ২০২২ সালের গোড়ায় দুর্নীতি এবং এক ঠিকাদারকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্ত হয়েছিলেন বিতর্কিত রাজনীতিক ঈশ্বরাপ্পা। এর জেরে তৎকালীন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়েরক বিজেপি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন। এর পর বিজেপি তাকে ছয় বছরের জন্য বহিষ্কার করে।