বাশার আল–আসাদের বাসভবনে লুটপাট–ভাঙচুর

আন্তর্জাতিক

এএফপিদামেস্ক

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদের বাসভবনের সামনে চেয়ারে বসে আছেন এক ব্যক্তি। দামেস্ক, সিরিয়া, ০৮ ডিসেম্বরছবি: এএফপি

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদ দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। তাঁর পতনের পর দেশটির নিয়ন্ত্রণ এখন বিদ্রোহীদের হাতে। এ খবরে সাধারণ মানুষ রাজপথে নেমে উল্লাস করেছেন। প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে লুটপাটও চালিয়েছেন অনেকে।

বাশার আল-আসাদের বাসভবনের ভেতরের একটি কক্ষ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দামেস্ক, সিরিয়া, ০৮ ডিসেম্বরছবি: এএফপি


বিদ্রোহীরা দামেস্ক দখলের পর বাশার আল–আসাদের বাসভবনে অনেকেই ঢুকে পড়েন। এক ব্যক্তিকে প্রেসিডেন্ট ভবনের ভেতরে হেঁটে যেতে দেখা যাচ্ছে।

দামেস্ক থেকে এএফপির প্রতিনিধি জানিয়েছেন, বাশার আল–আসাদের পতনের পর রাজধানী দামেস্কে অবস্থিত প্রেসিডেন্টের ছয়তলা বাসভবনে ঢুকে পড়েন সাধারণ জনতা। তাঁদের মধ্যে নারী, শিশু ও পুরুষ ছিলেন। অনেককে সেখান থেকে জিনিসপত্র নিয়ে যেতে দেখা গেছে। বিভিন্ন কক্ষ তছনছ করে ফেলা হয়েছে। সম্মেলনকক্ষে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন।

দামেস্কের আল–মুহাজিরিন এলাকায় অবস্থিত সিরিয়ার প্রেসিডেন্টের বাসভবন। দামেস্ক, সিরিয়া, ০৮ ডিসেম্বর


বাশার আল-আসাদের বাসভবনের সামনে থেকে সিরিয়ার পতাকা খুলে ফেলছেন সাধারণ মানুষ। দামেস্ক, সিরিয়া, ০৮ ডিসেম্বরছবি: এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *