শ্রীলঙ্কায় ১০২ রোহিঙ্গা শরণার্থী উদ্ধার

আন্তর্জাতিক

সুবর্ণবাঙলা অনল্ইান ডেস্ক


ছবি: সংগৃহীত

মিয়ানমার থেকে ভারত মহাসাগরে মাছ ধরার ট্রলারে ভেসে আসা ১০২ জন রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করে নিরাপদে বন্দরে নিয়ে গেছে শ্রীলঙ্কার নৌবাহিনী।

শুক্রবার (২০ ডিসেম্বর) দেশটির নৌবাহিনীর এক মুখপাত্র বলেছেন, শ্রীলঙ্কার পূর্বাঞ্চলের ত্রিনকোমালি বন্দরে নিয়ে আসা রোহিঙ্গা দলে ২৫টি শিশু রয়েছে। শরণার্থী দলের সবাইকে খাবার ও পানি সরবরাহ করা হয়েছে।

তিনি জানান, তাদের ট্রলার থেকে নামানোর আগে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে।

বেশিরভাগ মুসলিম জাতিগত রোহিঙ্গা মিয়ানমারে ব্যাপকভাবে নির্যাতিত। দীর্ঘ সমুদ্র যাত্রায় প্রতি বছর এদের হাজার-হাজার মানুষ জীবনের ঝুঁকি নেয়। অধিকাংশই এখন দক্ষিণ-পূর্ব মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার দিকে যায়।

শ্রীলঙ্কার নৌবাহিনীর মুখপাত্র জানান, শরণার্থীদের গন্তব্য কোথায় ছিলো, তাদের ভাষা বুঝতে পারছি না বলে জানতে সমস্যা হচ্ছে। মনে হচ্ছে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের ঝড়ো হাওয়া তাদেরকে এতো দূরে ঠেলে দিয়েছে।

২০১৭ সামরিক বাহিনীর অভিযানের সময় মিয়ানমার থেকে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা, যা এখন জাতিগত গণহত্যা মামলা হিসেবে আর্ন্তজাতিক আদালতের বিষয়।

২০২১ সালের মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানে ক্ষমতা দখল করে এবং তারপর যুদ্ধে নাকাল দেশটি থেকে লাখ লাখ মানুষকে পালিয়ে যেতে বাধ্য করেছে।

গত মাসে জাতিসংঘ মিয়ানমারের রাখাইন রাজ্যকে সতর্ক করেছিল, রোহিঙ্গাদের ঐতিহাসিক জন্মভূমি দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। যুদ্ধের নৃশংসতায় স্থবির হয়ে গেছে রাজ্যটির বাণিজ্য ও কৃষি উৎপাদন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *