পুতিনের ব্যবস্থায় কোনো ফাটল নাই : জার্মান গোয়েন্দা সংস্থা বিএনডির প্রধান ব্রুনো কাল

আন্তর্জাতিক

সুবর্ণবাঙলা ডেস্ক

ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সমাজে বিতর্ক হলেও সেটি পুতিন সরকারের জন্য কোনো হুমকি নয় বলে মন্তব্য করেছেন জার্মানির গোয়েন্দা সংস্থা বিএনডির প্রধান ব্রুনো কাল। যুদ্ধের জন্য রাশিয়ার যথেষ্ট জনবল ও অস্ত্র আছে বলেও জানিয়েছেন তিনি৷

সোমবার বার্লিনে ফেডারেল অ্যাকাডেমি ফর সিকিউরিটি পলিসির এক অনুষ্ঠানে জার্মানির গোয়েন্দা সংস্থার প্রধান এসব কথা বলেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনামল দুর্বল হয়ে পড়ার কোনো লক্ষণ তিনি দেখছেন না জানিয়ে ব্রুনো কাল বলেন, ‘আমরা পুতিনের ব্যবস্থায় কোনো ফাটল দেখছি না। ’

জার্মানির গোয়েন্দা প্রধান বলেন, যুদ্ধের ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষ যে সমালোচনা করছে সেটি রাশিয়ার সমাজে নিয়মিত হওয়া বিবাদের মতো৷ এবং এটি পুতিনের শাসনামলের জন্য হুমকিস্বরূপ নয়৷

নতুন নিয়োগ পাওয়া রুশ সৈন্যদের কথা উল্লেখ করে কাল বলেন, ‘রাশিয়া এখনও দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম৷ রাশিয়ার যথেষ্ট অস্ত্রও আছে বলে জানান তিনি৷

তবে সামরিক বাহিনীর দক্ষতাসহ কিছু বিষয়ে রাশিয়ার দুর্বলতা আছে বলেও মন্তব্য করেন জার্মানির গোয়েন্দা প্রধান৷

সূত্র: ডয়চে ভেলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *