প্রেমিকার সঙ্গে ঝগড়া করে প্লেন থেকে লাফের চেষ্টা প্রেমিকের

আন্তর্জাতিক পরিবহণ-পর্যটন ও যোগাযোগ

অনলাইন ডেস্ক

ফাইল ছবি

ঘটনাটি যুক্তরাষ্ট্রের বোস্টনের। সেখানে যাত্রা শুরুর পর উড়োজাহাজের ভেতরে এক প্রেমিক শুরু করলেন ফোনে ঝগড়া। বিষয়-প্রেমিকার ফোনে কথা বলা নিয়ে অসন্তুষ্ট প্রেমিক।

কথা কাটাকাটির এক পর্যায়ে ঠাণ্ডা মাথা গরম হয়ে যায় প্রেমিকের। তাই রেগেমেগে প্লেনের জরুরি বহির্গমন দরজা খুলে ‘ঝাঁপিয়ে পড়ার চেষ্টা’ করেন রাগান্বিত প্রেমিক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ম্যাসাচুসেটস বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা জেটব্লু ফ্লাইট ১৬১-কে থামানো হয়, কারণ একজন ব্যক্তি বিমানের জরুরি বহির্গমন দরজা খুলে লাফ দেয়ার চেষ্টা করেন

স্থানীয় সময় ৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুয়ের্তো রিকোর সান জুয়ানের উদ্দেশ্যে রওনা হওয়া বিমানটি যাত্রা শুরু করবে এমন সময় এই ঘটনাটি ঘটে।

পরে এফবিআইয়ের সদস্যরা তাকে এসে আটকায়। এরপর পুলিশ তাকে প্লেন থেকে নামিয়ে নিয়ে যায়। এ ঘটনায় প্লেনটি উড্ডয়নে দেরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *