ঘূর্ণিঝড়ের ৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে নবজাতক উদ্ধার

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

ছবি: আল-জাজিরা

লিবিয়ার উপকূলীয় শহর দেরনায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতের ৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। খবর গালফ নিউজের

গত ১৪ সেপ্টেম্বর উদ্ধার করা হয় শিশুটিকে। যে ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করা হয়েছে, সেখানে বা তার আশপাশে শিশুটির বাবা-মা কিংবা কোনো আত্মীয় স্বজনের সন্ধান পাওয়া যায়নি।

তবে উদ্ধারের পর দেখা গেছে, তার শরীরের তখনও জন্মের নাড়ি সংযুক্ত। অর্থাৎ জন্মের পর তার নাড়ি কাটা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা হয়েছে শিশুটিকে উদ্ধারের ভিডিও। এবং সেখানে দেখা গেছে, সাধারণ নাগরিক এবং উদ্ধারকারী কর্মীদের একটি দল ধ্বংসস্তূপ সরিয়ে নবজাতককে উদ্ধার করে একটি নীল রঙের তোয়ালে দিয়ে জড়িয়ে রাখছেন। এ সময় মাঝে মাঝেই কেঁদে উঠছে শিশুটি; অন্যদিকে উদ্ধারকারী দলের সদস্যরা তাকে জীবিত উদ্ধার করতে পেরে আনন্দ চিৎকার করছেন।

ওই পোস্ট ইতোমধ্যে ভাইরাল হয়েছে। তবে উদ্ধারের পর দুই দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শিশুটির অভিভাকত্ব দাবি করে কেউ এগিয়ে আসেননি বলে জানা গেছে।

*سبحان الله معجزة حقيقية وسط فيضانات ليبيا❗????????*
العثور على ???????? رضيع بحبله السري حيث يبدو ان الام جهضت به في هول المصيبة ولم يتم العثور عليها ولكن المعجزة ان الطفل لا زال على قيد الحياة وبصحة جيدة وسط تلك الفيضانات !! ???

*سبحانك ربي ما ألطفك وأعظمك* ♥️

 pic.twitter.com/jIgVe2W

                                                                                                                                                            — mo7sin (@mo7sin2030)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *