তুরস্ক-ইরান যৌথ সামরিক মহড়া

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

জেনারেল ইয়াসার গুলের ও মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি।

তুরস্কের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাতে চায় ইরান। এ জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি। তুরস্কের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলেরের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান তিনি।

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ইরানি সেনাপ্রধান ফোনালাপে বলেন, ইরান ও তুরস্ক ভালো ও কৌশলগত প্রতিবেশী। তাই দুই দেশের দীর্ঘ সীমান্তের নিরাপত্তা রক্ষার জন্য হলেও তেহরান ও আঙ্কারার মধ্যে সামরিক সহযোগিতা প্রয়োজন।

খবরে বলা হয়েছে, এ সময় তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণও জানান জেনারেল বাকেরি।

ফোনালাপে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তুরস্ক ও ইরানের নিরাপত্তার জন্যই উভয় দেশের মধ্যে সামরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। গত ফেব্রুয়ারি মাসে তুরস্কে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর তাৎক্ষণিকভাবে দেশটির ক্ষতিগ্রস্ত নাগরিকদের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছিল ইরান।

এ সময় তুর্কি প্রতিরক্ষামন্ত্রী গুলের ওই ঘটনা স্মরণ করে তেহরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *