সুবর্ণবাঙলা প্রতিবেদন
টানা ৩২ বছর কারাগারে থাকা আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া অবশেষে মুক্তি পাচ্ছন।আজ রোববার তাকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ চন্দ্র ঘোষ।
কারা সূত্র জানিয়েছে, নিজের সাজার মেয়াদ কমানোর বাসনায় কয়েদি থেকে জল্লাদ বনেছেন তিনি। বাংলাদেশের সব কারাগারের প্রধান জল্লাদ হয়েছেন। একের পর এক অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন কারাগারের চার দেওয়ালের বন্দিজীবন থেকে মুক্তি পেতে। অবশেষে তার মুক্তির সেই বাসনা সত্যি হচ্ছে।
জেলকোড অনুযায়ী, একটি ফাঁসি কার্যকর করা জল্লাদের দুই মাস সাজা কমিয়ে দেওয়া হয়। তবে মোট সাজার তিন ভাগের এক ভাগের বেশি সাজা কমানোর নিয়ম নেই। শাহজাহান অনেক আগেই তার সেই সাজা কমিয়েছেন। তাই তিনি আর যতই ফাঁসি কার্যকর করুক না কেন আর সাজা কামানোর সুযোগ ছিল না।
স্বাভাবিক নিয়মেই মানিকগঞ্জের দুটি মামলার সাজা ভোগ শেষে তাকে মুক্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলার মাহাবুবুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ ঘাতক, ৬ জন যুদ্ধাপরাধী, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলাভাই, আতাউর রহমান সানী, শারমীন রীমা হত্যার আসামি খুকু মনির, ডেইজি হত্যা মামলার আসামি হাসানসহ আলোচিত ২৬ জনের ফাঁসি কার্যকর করেছেন শাহজাহান। ২০০১ সাল থেকে তিনি ফাঁসি কার্যকর শুরু করেন।
শাহজাহান ভূঁইয়া নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম হাছেন আলী ভূঁইয়া। নানান অপরাধে গ্রেফতারের পর শাহজাহান ১৯৯১ সালের ১৭ ডিসেম্বর মানিকগঞ্জ জেলা কারাগারে যান।