সুবর্ণবাঙলা ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধে একটি বাসে আগুন। ছবি : কালবেলা
এবার রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে প্রত্যয় পরিবহন নামে ওই বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
এর আগে রাত ৮টা ২২ মিনিটের দিকে তেজগাঁওয়ের নাবিস্কোতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
তেজগাঁওয়ে যাত্রীবাহী বাসে আগুন
অন্যদিকে দুপুর ১টার দিকে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।