বিনোদন প্রতিবেদক
ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ের পর কলকাতায় অধিকাংশ সময় কাটান অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সেখানেই স্বামী-সন্তানকে নিয়ে সংসার তার। ইতিমধ্যে কলকাতার ‘মায়া’, ‘মেঘলা’, ‘হেমলাট-দ্য প্রিন্স অব গরানহাটা’সহ একাধিক সিনেমায় কাজ করেছেন। তবে সম্প্রতি সৃজিতের সঙ্গে মিথিলার বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়।
এরই মধ্যে মিথিলার কলকাতায় আরো একটি নতুন সিনেমায় যুক্ত হওয়ার সুখবর জানা গেল।
জানা গেছে, ‘ও অভাগী’ নামের টলিউডের নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন মিথিলা। এটি নির্মাণ করবেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী। নন্দিত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী গল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি।
তবে গল্পে কিছুটা পরিবর্তন এনেছেন নির্মাতা। সিনেমাটির প্রধান চরিত্রে থাকছেন মিথিলা। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায় প্রমুখকে।
অনির্বাণ চক্রবর্তী বলেন, ‘ও অভাগী’তে মিথিলা দুই বয়সে দেখা যাবে।
একটিতে ১৬ বছর বয়সী কিশোরী, অন্যটি ৩০-এর প্রাপ্তবয়স্ক নারী। দুটি বয়সেই তাকে দারুণ মানাচ্ছে বলে জানান পরিচালক। ইতিমধ্যে মিথিলার একটি লুকও প্রকাশ করা হয়েছে। যেখানে তাকে সাদামাটা শাড়িতে বিষণ্ণ রূপে দেখা গেছে।
সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে মিথিলার মন্তব্য, ‘গল্পটা আমার পছন্দের।
আর এটার এডাপটেশনও দারুণ লেগেছে। তাই রাজি হয়েছি।’ এ বিষয়ে আরো জানা যায়, শিগগিরই শুরু হবে ‘ও অভাগী’ সিনেমার শুটিং। এতে গান করবেন কলকাতার লগ্নজিতা, রূপঙ্কর বাগচী, চন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের অনিমেষ রায়।