ছাত্রদলের হামলায় ছাত্রলীগের ৬ জন আহত

রাজনীতি শিক্ষা-গবেষণা ও ক্যাম্পাস

বরিশাল ব্যুরো:

আধিপত্য বিস্তার নিয়ে বরিশালে ছাত্রলীগের ২ জনকে কুপিয়ে জখম ও ৪ জনকে পিটিয়ে আহত করেছে ছাত্রদলের কর্মীরা। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টায় নগরীর বগুড়া রোড এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ছাত্রদল কর্মী নাজিম মাহমুদ নামে একজনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন- ছাত্রলীগের কর্মী এইচ এম রিশাদ মাহমুদ, মারুফ, সোহান, অনিক, খালিদ, এভ্রিল।

আহত ছাত্রলীগ কর্মীদের অভিযোগ, সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু দীর্ঘদিন ধরেই কলেজ ছাত্রলীগের কার্যক্রমে বাধা দিয়ে আসছিলেন। বরিশাল কলেজের কোনো শিক্ষার্থী ছাত্রলীগের কর্মসূচিতে আসলে তাদের ভয়ভীতি দেখানো নিয়ে বিরোধ বাধে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে। এরই জের ধরে বৃহস্পতিবার রাতের দিকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ২ জনকে কুপিয়ে ও ৪ জনকে পিটিয়ে গুরতর আহত করে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

এদিকে ঘটনার পর থেকেই উত্তপ্ত রয়েছে নগরীর বগুরা রোড, বরিশাল কলেজ এলাকা।

বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ হামলাকারীদের ১ জনকে রামদাসহ আটক করেছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *