মেয়র আতিকের বর্জ্য অপসারণে বিশেষ পুরস্কার ঘোষণা!

অন্যান্য জাতীয় শহর

সুবর্ণবাঙলা প্রতিবেদক

কোরবানির বর্জ্য পরিষ্কারে বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। যে ওয়ার্ড আগে বর্জ্য অপসারণ করতে পারবে তাদের জন্য থাকবে বিশেষ পুরষ্কার।

মঙ্গলবার রাজধানীর উত্তরা দিয়াবাড়ি কুরবানির পশুর হাট পরিদর্শন শেষে তিনি বলেন, ৮ ঘণ্টায় কুরবানির বর্জ্য অপসারণ করার সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের দিন দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। রাত ১০টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে।

আতিকুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের কাউন্সিলরদের নেতৃত্বে কুরবানির পশুর হাটগুলো মনিটরিংয়ের জন্য একটি তদারকি টিম গঠন করা হয়েছে। এই টিম কুরবানির হাটগুলো মনিটরিং করছে। ৮ ঘণ্টায় বর্জ্য অপসারণ সম্পন্নের জন্য সবার সহযোগিতা আমাদের প্রয়োজন।

তিনি আরও বলেন, গতবছর নগরবাসীর সহযোগিতায় দ্রুত সময়ে কুরবানির বর্জ্য অপসারণ করতে পেরেছি। আমি এবছরও নগরবাসীর সহযোগিতা চাই। ডিএনসিসির প্রায় ১১ হাজার কর্মী কাজ করবেন। কাউন্সিলরদের মাধ্যমে পলি ব্যাগ, ব্লিচিং পাউডার ও স্যাভলন বিতরণ করা হয়েছে।

মতবিনিময় অনুষ্ঠান শেষে মেয়র কুরবানির পশুর হাট ঘুরে দেখেন এবং ক্রেতা-বিক্রেতাদের মাঝে কুরবানির বর্জ্য ব্যবস্থাপনায় করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করেন।

পশুর হাট পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল একেএম শফিকুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এসএম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা, মোহাম্মদ আনিসুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *