বিয়ে নিয়ে বিরোধের জেরে এক পরিবারের ৯ জনকে গুলি করে হত্যা পাকিস্তানে

আন্তর্জাতিক

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

পাকিস্তানে বিবাহ বিরোধের জেরে আত্মীয়দের গুলিতে এক পরিবারের ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন নারী, বাকিরা পুরুষ।

বুধবার উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের মালাকান্দ জেলার বাটখেলা তেহসিলে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

পুলিশ জানায়, ঘরে ঢুকেই এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে হত্যাকারীরা।

পুলিশের এক কর্মকর্তা জানান, একটি বিয়ে নিয়ে আত্মীয়দের সঙ্গে মতবিরোধ হয়েছিল ওই পরিবারের সদস্যদের। সেই নিয়ে কয়েকদিন ধরেই বিতণ্ডা চলছিলো। পাকিস্তানের স্থানীয় সময় বুধবার ভোররাতে ওই পরিবারের বাড়িতে চড়াও হয় আত্মীয়রা। পরিবারের সকলেই তখন ঘুমাচ্ছিলেন। খুন করেই পালিয়ে যায় আত্মীয়রা

হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে প্রাদেশিক আধাসামরিক বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে সেগুলো ময়নাতদন্তের জন্য বটখেলা হাসপাতালে পাঠায়।

পুলিশ বলছে, খুনিদের গ্রেপ্তারে সব ধরনের চেষ্টা চলছে। জেলার প্রবেশ পথগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।

তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মুহাম্মদ আজম খান দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারে নির্দেশ দিয়েছেন।

‘অভিযুক্তদের বিচারের আওতায় আনা হবে। নিহতের পরিবারকে বিচার করা হবে’, বলেন আজম খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *