কাঁচামরিচের বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আইন আদালত জাতীয়

সুবর্ণবাঙলা প্রতিবেদন

কাঁচামরিচের বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : সংগৃহীত

রাজধানীতে কাঁচামরিচের মূল্য তদারকির লক্ষ্যে গভীর রাতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ২টি টিম। বুধবার (৫ জুলাই) রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪ টা পর্যন্ত চলে এই অভিযান।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ঢাকার বৃহৎ কাঁচামরিচের আড়তে পাইকারী বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য যাচাই করা হয়। কারওয়ান বাজার, যাত্রাবাড়ী কাঁচা বাজার ও যাত্রাবাড়ী থ্রী স্টার সবজি বাজার এলাকায় এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

এসময় কারওয়ান বাজারে এক ঘণ্টার ব্যবধানে কেজি প্রতি পাইকারি মূল্য ২৫০ টাকা থেকে ৩৫০ টাকা রাখা, মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয়ের ক্যাশ মেমো ঠিক মত প্রদান না করায় ২টি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *