চীনা দূতাবাসের উদ্যোগে কোরবানির মাংস বিতরণ

অন্যান্য

অনলাইন ডেস্ক

ঢাকায় চীনা দূতাবাস ও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাইর (অ্যাবকা) উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ২ হাজার ৮৮০ নিম্ন আয়ের মানুষের মধ্যে গরুর মাংস বিতরণ করা হয়েছে। মানবিক সাহায্য সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ তাদের নিজস্ব কর্মী ও ভলান্টিয়ারের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, ঝিনাইদহ, বরিশাল ও রংপুর জেলার ১২টি স্থানে গরু কোরবানি ও মাংস বিতরণ করা হয়।

অনুষ্ঠানে চীনা দূতাবাসের কাউন্সিলর ইন কালচার অ্যান্ড অ্যাডুকেশন অ্যাফায়ার্স লিউয়েন ইউই, সেকেন্ড সেক্রটারি ল্যাং ল্যাং, অ্যাবকার জেনারেল সেক্রেটারি ড. সাহাবুল হক, নির্বাহী সদস্য ড. মুজাহিদ, সদস্য ড. মনিরা সুলতানা ঢাকা, খুলনা, ঝিনাইদহের বিভিন্ন স্থানে সরাসরি উপস্থিত থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে মাংস বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা এনায়েত হোসেন জাকারিয়া তার টিমসহ বিভিন্ন স্থানে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

লিউয়েন ইউই বলেন, প্রথমবারের মতো চায়না দূতাবাস কোরবানি কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে আনন্দ বোধ করছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমের পরিধি আরও বৃদ্ধি করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *