ইরানে পুলিশ স্টেশনে হামলা

আন্তর্জাতিক

সুবর্ণূবাঙলা ওয়েব ডেস্ক


ফাইল ছবি

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি থানায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।শনিবার সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের কেন্দ্রীয় শহর জাহেদানের থানায় হামলায় দুই ইরানি পুলিশ ও চার অস্ত্রধারী নিহত হয়েছেন।

বার্তা সংস্থা ইরানপ্রেস জানিয়েছে, ভোরে জাহেদানের একটি থানায় একযোগে হামলা চালায় চার অস্ত্রধারী সন্ত্রাসী। তারা থানার ভেতরে ঢোকার চেষ্টা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা আক্রমণ চালায়। এতে চার অস্ত্রধারী সন্ত্রাসীর সবাই প্রাণ হারায়।

প্রাদেশিক নিরাপত্তা উপ-প্রধান আলিরেজা মারহামতি বলেছেন, হামলাকারীরা পুলিশ স্টেশনের প্রবেশদ্বারে শক্তিশালী গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। এ সময় গুলিবিনিময় হয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে। লড়াইয়ে দুই পুলিশ প্রাণ হারিয়েছেন।

সিস্তান-বেলুচিস্তান ইরানের অন্যতম দরিদ্র প্রদেশ। এটি বেলুচি সংখ্যালঘুদের আবাসস্থল। যারা সুন্নি ইসলাম মেনে চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *