সুবর্ণবাঙলা স্পোর্স ডেস্ক
এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়ে বসে আছেন কিন্তু এই হারের মধ্যেও ভালো দিক খুঁজে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ দলের এই অফস্পিনিং অলরাউন্ডার শনিবার রাতের সংবাদ সম্মেলনে হাজির হলেন এমন তত্ত্ব নিয়েই। বললেন, ‘একটি জিনিস ভালো হয়েছে যে আমাদের কিন্তু সুযোগ আছে। এই সিরিজ হারায় একটি দিক থেকে ভালোই হয়েছে।
আমরা হয়তো হেরেছি। তবে আমাদের কোথায় ঘাটতি আছে, কোথায় উন্নতি করতে হবে, সেসব নিয়ে এখন কাজ করতে পারবো।’
বিশ্বকাপের এখনো তিন মাস সময় বাকি আছে। ঘাটতি নিয়ে কাজ করার জন্য তাই যথেষ্ট সময়ও আছে বলে মনে হচ্ছে মিরাজের, ‘যেহেতু বিশ্বকাপ ও এশিয়া কাপে ওদের (আফগানিস্তান) সঙ্গেই খেলা আছে, সেখানে ওদের বিপক্ষে ব্যাটাররা কিভাবে খেলবো, কী পরিকল্পনা সাজাবো, কোন বোলারকে টার্গেট করবো বা কীভাবে আমরা বোলিং করে ওদের ব্যাটারদের থামাতে পারি, এই পরিকল্পনাগুলো করতে পারবো।
বিশ্বকাপের আগে তিন মাস ও এশিয়া কাপের আগে দেড় মাস আছে। এই সময়ে প্রত্যেক ক্রিকেটার ব্যক্তিগতভাবে পরিকল্পনা করতে পারবে। সময় যখন আছে, তখন এটি আমাদের জন্য ভালোই হবে।’
দ্বিতীয় ওয়ানডেতে ১৪২ রানের হারে বাংলাদেশ সিরিজে ২-০ তে পিছিয়ে গেছে বলে যে খারাপ দল হয়ে গেছে, তাও মানতে নারাজ এই অলরাউন্ডার বলছিলেন, ‘আমি তো বললাম, এই সিরিজ হারা মানে আমরা খারাপ দল না।
আমরা ৩-৪ বছর ধরে যেমন খেলছি, আমাদের রেকর্ডই সে কথা বলবে। আমরা যে এখন (বিশ্বকাপ) সুপার লিগে সেরা চার দলের মধ্যে আছি, তা কিন্তু বড় বড় দলগুলোকে হারিয়েই। দুয়েকটি সিরিজ খারাপ হতেই পারে। সময়টা (বিশ্বকাপের আগে) আমাদের কাজে লাগাতে হবে।’