সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
একদিনেই ডেঙ্গু রোগী বেড়েছে হাজারের ওপর। বছরের সর্বোচ্চ মৃত্যুও হয়েছে এদিন। একদিনের ব্যবধানেই বছরের সর্বোচ্চ রোগী ও মৃত্যুতে নতুন রেকর্ড সৃষ্টি হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৫৪ জন। যা এ বছরে একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। এর আগের দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৮৮৯ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন সাত জন। এটাই এ বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে রোববার একদিনে ছয় জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন রোগীসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা পৌঁছে গেল ১৪ হাজার ৮৯৭ জনে। এর মধ্যে ঢাকায় ১০ হাজার ২৯২ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ৬০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৩০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৩০৬ জন এবং অন্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৫১১ জন। তার মধ্যে ঢাকায় ৭ হাজার ৯২১ এবং ঢাকার বাইরে ৩ হাজার ৫৯০ জন।