নিজেস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকার পোস্তগোলা ব্রিজে কাভার্ডভ্যানের চাপায় সালাম সিদ্দিক ফরহাদ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু শাওলিন (২৬)। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।
ফরহাদের বন্ধু তানভীর মৃধা জানান, গতকাল শনিবার ইফতারের পর তারা ছয় বন্ধু তিনটি মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘাটে ঘুরতে যান। মাওয়া ঘাট থেকে ফেরার পথে একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন ফরহাদ। তার পেছনে বসেছিলেন শাওলিন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পোস্তগোলা ব্রিজে ওঠার সময় ব্রিজের রেলিংয়ে ধাক্কা খেয়ে ফরহাদ ও শাওলিন মোটরসাইকেল নিয়ে পড়ে যান। এ সময় একটি কাভার্ডভ্যান ফারহাদকে চাপা দেয়। এরপর দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত শাওলিন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।
ফরহাদের বড় ভাই এইচ এম সিদ্দিক জানান, তাদের গ্রামের বাদি চাঁদপুরের মির্জাপুরে। তার নারায়ণগঞ্জের ঝালকুড়ি এলাকায় সপরিবার বসবাস করেন। তিন ভাই ও এক বোনের মধ্যে ফরহাদ তৃতীয়।
শ্যামপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, ধোলাইখালে পুলিশের তল্লাশি চৌকির সদস্যরা কাভার্ডভ্যানটি থামানোর সংকতে দিলে চালক গাড়িটি রেখে পালিয়ে যায়। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।