বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবিতে নিহত ৮, নিখোঁজ ৩

ঘটণা- দুর্ঘটনা

সবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

গতকাল মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদী রসকাঠি অংশে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবে গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন তিনজন।

ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম এসব তথ্য জানিয়েছে।

স্থানীয়রা জানায়, ডুবে যাবার সময় ট্রলারটিতে অন্তত ৪৬ জন যাত্রী ছিলো। তাদের মধ্যে ১৯ জন সাঁতরে পাড়ে উঠতে পেরেছেন আর বাকিদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মোট ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব খান জানান, সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে। প্রথম দিকে স্থানীয় জনসাধারণ উদ্ধার অভিযানে অংশ নেয়। এ মুহূর্তের ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *