ত্রিশালে নদীতে ভেঙে পড়ল বেইলি ব্রিজ

ঘটণা- দুর্ঘটনা শিক্ষা-গবেষণা ও ক্যাম্পাস

সুবর্ণবাঙলা প্রতিনিধি

ভেঙে পড়া বেইলি ব্রিজ।

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে খিরু নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙে ৪২ চাকার লড়ি ও প্রাইভেটকার নদীতে পড়ে গেছে। এতে প্রাইভেটকারের চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার লড়িচালক পালিয়েছেন। বুধবার বিকেলে এ দুর্ঘটনা।

এ ঘটনায় চার লেনের মহাসড়কের দুই লেন বন্ধ হয়ে যায়। ফলে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ যানজট নিরসনের চেষ্টা করে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে খিরু নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি ভেঙে কেওয়াটখালী বিদ্যুৎ গ্রিডের ট্রান্সফরমারবাহী লড়ি ও প্রাইভেটকার নদীতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

এ ঘটনায় প্রাইভেটকারের চারজন আহত হন। তারা হলেন- ঢাকা কুড়িলের কুড়াতলার মিলন শিকদার (৩০), মনির (৩০), পারভেজ (৩৯) ও জাকির হোসেন (৩০)। তাদের প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ইউএনও জুয়েল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

ত্রিশাল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কালাম জানান, ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মাইন উদ্দিন জানান, যানজট স্বাভাবিক হয়েছে, ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় কাজ করছে পুলিশ।

দুর্ঘটনা কবলিত বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল কিনা জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন বলেন, এমনটা নয়, তবে বিদ্যুতের ট্রান্সফরমারসহ একশ টনের অধিক ওজন ছিল লড়িটির। ভার নিতে না পারায় ব্রিজটি ভেঙে গেছে। সওজের কোনো অনুমতি ছাড়াই এ ধরনের ভারি মালামাল আনা নেওয়া করে বিদ্যুৎ বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *