সুবর্ণবাঙলা ওয়েবডেস্ক:
তোষাখানা দুর্নীতি মামলায় পাকিস্থানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিল ইসলামাবাদের আদালত।
জানা গিয়েছে, এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার ফলে আগামী পাঁচ বছর নির্বাচনে লড়তে পারবেন না তিনি। পাশাপাশি পাকিস্তানি মুদ্রায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে। নির্দিষ্ট সময়ের মধ্যে জরিমানা দিতে না পারলে কারাদণ্ডের মেয়াদ বাড়তে পারে। প্রধানমন্ত্রী থাকাকালীন বিভিন্ন রাষ্ট্রীয় যৌতুক বিক্রি করে দেওয়ার অভিযোগ ছিল ইমরান খানের ওপর।
এদিন আদালতের নির্দেশের পরেই লাহোর থেকে গ্রেপ্তার করা হয় ইমরান খানকে। গ্রেপ্তারির পর ইমরানকে লাহোরে নিয়ে আসা হয়। ইসলামাবাদ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে পাকিস্তানের সুপ্রিম কোর্টে যেতে চায় ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। চলতি বছরেই পাকিস্তানে সাধারণ নির্বাচন। সেখানে জয়ের আশা দেখা গিয়েছিল ইমরান খানের। কিন্তু এই ঘটনার ফলে জয়ের আশা খানিকটা ক্ষীণ হয়ে গেল বলেই মনে করছে পাকিস্তানের রাজনৈতিক মহল।