সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এক দিনের ব্যবধানে রোগীর সংখ্যায় আবার নতুন রেকর্ড হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪৬ জন রোগী। চলতি বছরে এক দিনে এত রোগী এর আগে দেখা যায়নি।
এক দিন আগেই ছিল সর্বোচ্চ রোগীর রেকর্ড হয়েছিল। সেদিন ১০৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ জন। আগের দিন এই সংখ্যা ছিল সাত, যা চলতি চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
নতুন রোগীসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা পৌঁছে গেল ১৬ হাজার ১৪৩ জনে। এর মধ্যে ঢাকায় ১১ হাজার এক জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ১৪২ জন।
আরও পড়ুন: সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি কমে হলো ৫০ টাকা
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৭৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৫৩০ জন এবং অন্য বিভাগের বিভিন্ন হাসপাতালে এক হাজার ২৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ২৬৪ জন। তার মধ্যে ঢাকায় ৮ হাজার ৪০২ এবং ঢাকার বাইরে ৩ হাজার ৮৬২ জন।