নিজস্ব প্রতিবেদক, সুবর্ণবাঙলা
বৈধপথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আসা প্রবাসী আয় আবারও ২০০ কোটি ডলার ছাড়িয়েছে। গেলো মার্চ শেষে এ আয় এসেছে ২০১ কোটি ৭৬ লাখ ডলার।
রোববার (২ এপ্রিল) বাংলাদেশের ব্যাংকের এক হালনাগাদ তথ্যে এ খবর জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যে জানা যায়, গেলো মার্চ মাসে প্রবাসী আয় এসেছে ২০১ কোটি ৭৬ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় আট দশমিক ৪৯ শতাংশ বেশি। আর ফেব্রুয়ারির তুলনায় আয় বেশি এসেছে ২৯ দশমিক ২৯ শতাংশ।
এদিকে, গত ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ১২ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় দেশে এসেছিল। এই আয় জানুয়ারির তুলনায় ৩৯ কোটি ৭৬ লাখ ডলার বা প্রায় ২০ শতাংশ কম ছিল।
জানুয়ারিতে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯৬ কোটি ডলার। ২০২১ সালের ফেব্রুয়ারির চেয়ে গত ফেব্রুয়ারিতে প্রবাসী আয় বাড়ে ছয় কোটি ৬৮ লাখ ডলার। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এসেছিল ১৪৯ কোটি ৪৪ লাখ ডলারের প্রবাসী আয়।
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা বলছেন, ডলারের চলমান সঙ্কটের কারণে মার্চ মাসে বেশ কিছু ব্যাংক নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে প্রবাসী আয় দেশে নিয়ে আসে। এর প্রভাবে বেড়েছে প্রবাসী আয়। যদিও ব্যাংকগুলো প্রবাসী আয়ে ডলারপ্রতি সর্বোচ্চ ১০৭ টাকা দাম দিতে পারবে বলে নির্দেশনা ছিলো।
কেন্দ্রীয় ব্যাংকের সূত্র জানায়, গেলো মাসে ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৫ কোটি ৬১ লাখ ডলার, সিটি ব্যাংকের মাধ্যমে ১৫ কোটি ৬৩ লাখ ও পূবালী ব্যাংকের মাধ্যমে ১২ কোটি ২৩ লাখ ডলার।
এরপরই সোশ্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় আসে ১০ কোটি ৭৫ লাখ ডলার, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৮৭ লাখ ডলার ও অগ্রণী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৪০ লাখ ডলার।