সুবর্ণবাঙলা প্রতিবেদক
ফাইল ছবি
ঢাকা-১৭ আসনের উপনির্বাচন উপলক্ষে আগামী সোমবার (১৭ জুলাই) গুলশান, বনানীসহ ওই এলাকায় ব্যাংক বন্ধ থাকবে। একই সঙ্গে আগামী ১৭ ও ১৯ জুলাই বেশকিছু স্থানীয় নির্বাচন থাকায় সেসব নির্বাচনী এলাকায়ও ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার এ বিষয়ে নির্দেশনা জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের নিকট পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। তাই সংসদীয় এলাকাটিতে ব্যাংকের কার্যক্রম বন্ধ থকবে। তবে ওই এলাকায় যদি কোনো ব্যাংকের প্রধান কার্যালয় থাকে তাহলে অত্যাবশ্যকীয় বিভাগসমূহ সীমিত পরিসরে খোলা থকবে। গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, মহাখালীর নিউ ডিওএইচএস, ভাসানটেক, বারিধারা ও শাহজাদপুর এলাকা নিয়ে ঢাকা-১৭ আসন।
একই দিন পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা, চাঁদপুরের ছেংগারচর পৌরসভা, কুমিল্লার দেবিদ্বার পৌরসভা, যশোরের বেনাপোল পৌরসভা, চট্টগ্রামের দোহাজরী পৌরসভা, শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভা ও সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এসব এলাকায়ও ব্যাংক বন্ধ থকবে। এছাড়াও দেশের ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে ২৯ জুলাই। এসব নির্বাচনী এলাকায়ও সেদিন ব্যাংক বন্ধ থাকবে।