সুবর্ণবাঙলা প্রতিবেদন
একদফা দাবির প্রথম কর্মসূচি হিসেবে আগামী বুধবার সকাল ১১টায় ঢাকায় মিরপুর ১২ নম্বর থেকে পদযাত্রা শুরু করবে গণতন্ত্র মঞ্চ। পাশাপাশি পরদিন ১৯ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু করবে তারা।
রোববার সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সংহতি মিলনায়তনে অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ কথা জানানো হয়েছে।
সভায় নেতারা বলেন, এই রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্বৃত্তরা একটা বিপুল সম্ভাবনাময় দেশ ও জনগোষ্ঠীকে রীতিমতো জিম্মি করে ফেলেছে।
এদের কবল থেকে দেশ ও জনগণকে রক্ষায় চলমান আন্দোলনের বিজয় নিশ্চিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান নেতারা।
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু।