সুবর্ণবাঙলা প্রতিবেদন
রাজধানীর শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীসহ একটি ওয়াটার বাস ডুবে গেছে। বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রীসহ ওয়াটার বাসটি ডুবে যায়। এখন পর্যন্ত ওয়াটার বাসের চার যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ডুবে যাওয়ার ২ ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে চারটি লাশ উদ্ধারের কথা জানান সদরঘাট নৌ থানার এসআই হাসান মারুফ।
তিনি বলেন, চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের দুজন পুরুষ, একজন নারী এবং একজন শিশু।
ওই ওয়াটার বাসে অর্ধশতের মতো যাত্রী ছিলেন বলে নৌ পুলিশের এসপি (ঢাকা বিভাগ) গৌতম কুমার বিশ্বাস জানিয়েছিলেন।
তবে যাত্রীদের অধিকাংশই সাঁতরে কূলে উঠতে পেরেছিল বলে জানান এসআই মারুফ।
দুর্ঘটনার খবর পেয়েই ফায়ার সাভিসের ডুবুরিরা উদ্ধার অভিযানে নামে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বাহিনীর সদরঘাট নৌ ফায়ার স্টেশনের দুটি এবং সিদ্দিক বাজারের একটি ইউনিট ডুবুরিসহ কাজ করছে।