সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
ট্রফি হাতে কার্লোস আলকারেজ। ছবি : সংগৃহীত
পাঁচ সেটের রুদ্ধশ্বাস এক লড়াই। ঘাসের কোর্টে রীতিমতো রোমাঞ্চ তুলে শেষ হাসি কার্লোস আলকারেজের। শক্ত প্রতিপক্ষ নোভাক জোকোভিচকে হারিয়ে উইম্বলডন ওপেনের শিরোপা জিতেছেন আলকারেজ। উইম্বলডন পেল নতুন চ্যাম্পিয়ন, নতুন এক রাজাকে।
গত ফ্রেঞ্চ ওপেন জিতে জোকোভিচ স্পর্শ করেছিলেন রেকর্ড ২৩তম গ্র্যান্ড স্লাম। উইম্বলডন জিতলে এগিয়ে যেতেন আরেক ধাপ। কিন্তু র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আলকারেজ যেন বাধ সাধলেন সেখানে। দুরন্ত লড়াইয়ে ৩৬ বছর বয়সী জোকোভিচকে পরাস্ত করলেন মাত্র ২০ বছর বয়সী স্প্যানিশ তারকা আলকারেজ। তিনি জিতেছেন ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ সেটে।
উইম্বলডন ওপেনে আলকারেজের এটি প্রথম শিরোপা। সব মিলিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। গত বছর ইউএস ওপেনে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম জিতেছিলেন আলকারেজ। টানা দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের সুখকর অনূভূতি পেলেন পরের বছরেই।
রোববার রাতে ঘাসের কোর্টে লড়াইটা সহজ ছিল না আলকারেজের। প্রথম সেটে হেরে যান ৬-১ ব্যবধানে। দুরন্ত নোভাককে দ্বিতীয় সেটে আলকারেজ হারান টাইব্রেকে। সেই ছন্দ ধরে রেখে আলকারেজ জেতেন তৃতীয় সেট, বেশ দাপটের সাথে, ৬-১। চতুর্থ সেটে জোকোভিচ ফেরেন ম্যাচে, জেতেন ৬-৩ গেমে। ফাইনাল গড়ায় শিরোপা নির্ধারণী পঞ্চম ও ফাইনাল সেটে। যেখানে আলকারেজ জিতেন ৬-৪ গেমে। শিরোপা নির্ধারণী পয়েন্ট জেতার পর আলকারেজ নিজেকে সামাল দিতে পারেননি। আনন্দের শুয়ে পড়েন ঘাসের কোর্টে।