সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
ব্রাজিলের একটি শস্য গুদামে জোরালো বিস্ফোরণে কমপক্ষে ৮ জন মারা গেছে। দুর্ঘটনায় আরও ১১ শ্রমিক গুরুতর আহত হয়েছে। এখনও নিখোঁজ একজন। খবর রয়টার্সের।
কৃষি সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, বৃহস্পতিবার (২৭ জুলাই) পারানা প্রদেশের ‘সি ভ্যালে কো-অপারেটিভ’ প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে। ব্রাজিলের সর্বোচ্চ শস্য উৎপাদিত হয় ঐ রাজ্যে।
ফায়ার ব্রিগেড জানায়, প্রথমে একটি হিমাগারে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি গুদামে। মূলত সয়াবিন, আটা ও ভুট্টা গুদামজাত করা হতো এসব হিমাগারে। এখনও বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের মূল কারণ জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, শস্য প্রক্রিয়াজাতকরণের পর বর্জ্য পোড়ানো হচ্ছিলো। সেখান থেকেই এ দুর্ঘটনা। ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন কৃষি মন্ত্রী।