গণতন্ত্র মঞ্চের সমাবেশসহ ৩ দিনের কর্মসূচি

অন্যান্য রাজনীতি

সুবর্ণবাঙলা প্রতিবেদন

সমাবেশসহ তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। এর মধ্যে রয়েছে-নেতাকর্মীদের মুক্তির দাবিতে শনিবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ, মঞ্চের প্রতিষ্ঠার এক বছর উপলক্ষ্যে ৮ আগস্ট সমাবেশ ও মিছিল এবং ৯ আগস্ট মতবিনিময় সভা। মঙ্গলবার রাজধানীর পল্টনে ভাসানী অনুসারী পরিষদ কার্যালয়ে মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

ভাসানী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, জেএসডির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু প্রমুখ উপস্থিত ছিলেন।

শনিবার যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসাবে ঢাকার প্রবেশমুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি থেকে ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, ড. ইউসুফ সেলিম ও নাগরিক ঐক্যের আব্দুর রাজ্জাক সজীবকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *