তামিম ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেন

খেলাধুলা

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। এশিয়া কাপেও খেলছেন না তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে ওয়ানডের নেতৃত্ব ছাড়ার ঘোষণার পাশাপাশি ইনজুরির কারণে এশিয়া কাপে খেলবেন না বলে জানান দেশসেরা ওপেনার।

অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালো খেলায় মনোযোগ দেব। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। ওনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। এরপরই আমি সিদ্ধান্ত নিয়েছি।

এশিয়া কাপে না খেললেও ওয়ানডে বিশ্বকাপে ঠিকই দেখা যাবে তামিমকে। সাম্প্রতিক সময়ে চোটে ভুগলেও টিম ম্যানেজমেন্ট আশা করছে, তামিম বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন।

চিকিৎসা শেষে দেশে ফেরার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিলো তামিমের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্য কর্মকর্তারা।

গত ৫ জুলাই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের যে ম্যাচের পর আচমকা অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম, সেই ম্যাচটিই হয়ে থাকল তার নেতৃত্বের শেষ ম্যাচ।

চট্টগ্রামে ওই ম্যাচের পরদিন সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন তামিম। নাটকীয় ঘটনাপ্রবাহের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘নির্দেশে’ পরদিনই সিদ্ধান্ত প্রত্যাহার করেন ৩৪ বছর বয়সী এ ক্রিকেটার। মাস দেড়েকের ছুটিও পান তিনি।

তখন এই ব্যাটসম্যান বলেছিলেন, নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত নেবেন ছুটি থেকে ফেরার পর। তবে বিসিবি সভাপতি বলেছিলেন, তামিমকেই তারা নেতৃত্বে রাখতে চান।

অবসর প্রত্যাহারের সপ্তাহ দুয়েক পর পরিবারের সঙ্গে কয়েক দিনের জন্য দুবাই যান তামিম। সেখান থেকে লন্ডনে যান পিঠের নিচের অংশের চোটের চিকিৎসার জন্য। লন্ডনে দুই দফায় ইনজেকশন নিয়ে তিনি দেশে ফেরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *