সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অফিসে ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। আসামির তালিকায় উল্লেখ করা হয়েছে ১৮ জনের নাম। এছাড়া আরও ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বারের সহকারী সুপারিনটেন্ডেন্ট রফিকুল্লাহ বাদি হয়ে এই মামলা করেন।
শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ জানান, হামলা, ভাংচুর, চুরির ঘটনার অভিযোগে একটি মামলা হয়েছে। মামলায় আসামি হিসেবে ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০- ৫০ জনের কথা বলা হয়েছে।
এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানান শাহবাগ থানার ওসি।
দুর্নীতি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নয় বছর এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এরপর সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।
অন্যদিকে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ পন্থি আইনজীবীরাও বিক্ষোভ মিছিল করেন।
দুপুর পৌনে দুইটার দিকে আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে মিছিল নিয়ে মুখোমুখি হয় দুই পক্ষ। এ সময় তাদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে বিএনপিপন্থি আইনজীবীরা সুপ্রিম কোর্ট বারের সম্পাদক আব্দুন নূর দুলালের কক্ষ ভাঙচুর করে তার নাম ফলক খুলে ফেলেন। একই সময়ে সভাপতির কক্ষের নাম ফলকও তারা খুলে ফেলেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুন নুর দুলাল বলেন, সন্ত্রাসী কায়দায় আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষ ভাঙচুর করে বিএনপি- জমায়াতপন্থী আইনজীবীরা।
এ ঘটনায় মামলা হবে বলেও জানিয়েছিলেন তিনি।
অন্যদিক পাল্টা অভিযোগ করে বিএনপিপন্থি আইনজীবীরা দাবি করেন, শান্তিপূর্ণ সংবাদ সম্মেলন শেষে আওয়ামীপন্থি আইনজীবীরাই তাদের ওপর হামলা করে।
এর আগে সংবাদ সম্মলনে তারেক ও জুবাইদার রায় প্রত্যাখ্যান করে বিএনপিপন্থি আইনজীবীরা এটিকে ফরমায়েসি রায় বলে দাবি করেন। রবি ও মঙ্গলবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করেন তারা।
(সৌজন্যে: ‘৭১ টিভি)