সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ধরেই বিবাহ বিচ্ছেদের গুঞ্জন চলছে পাকিস্তানি ক্রিকেটার ও ভারতীয় টেনিস তারকা শোয়েব মালিক ও সানিয়া মির্জার। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন নিয়ে একাধিক সংবাদ প্রকাশ হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। এবার সানিয়ার সঙ্গে বিচ্ছেদের আভাস দিলেন স্বামী শোয়েব মালিক।
পাকিস্তানের তারকা এই ক্রিকেটার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম থেকে ‘সানিয়ার স্বামী’ পরিচয় মুছে ফেলেছেন। যা দেখে অনেকেই ধারণা করছেন, এবার সত্যিই সম্পর্ক ভেঙে যাচ্ছে এই তারকা দম্পতির।
এর আগে শোয়েব মালিক নিজের ইনস্টাগ্রামের বায়োতে নিজেকে পরিচয় করিয়ে দিতেন ‘একজন সুপারউইমেন সানিয়া মির্জার স্বামী’ বলে। এই পরিচয়টি এখন আর নেই। তার পরিবর্তে আছে ‘লিভ আনব্রোকেন’। বায়োতে সন্তানের বাবা এবং অ্যাথলেট পরিচয় আগেও ছিল, এখনো আছে। কিন্তু সানিয়ার স্বামী পরিচয়টাই এখন আর নেই।
আর তাই নেটিজেনরা ধারণা করছেন বিচ্ছেদ হয়েছে তাদের মাঝে। ভারতের সাবেক টেনিস খেলোয়াড় সানিয়া আর পাকিস্তানের ক্রিকেটার শোয়েবের বিয়ে হয় ২০১০ সালে। এর আট বছর পর এই দম্পতির ঘরে আসে ছেলে ইজান মির্জা–মালিক।