জয়া প্রদাকে ছয় মাসের জেল ও জরিমানা

আইন আদালত আন্তর্জাতিক বিনোদন

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

একটি পুরনো মামলায় ভারতের বর্ষীয়ান অভিনেত্রী এবং বিজেপি নেতা জয়া প্রদাকে ছয় মাসের জেল দিয়েছে চেন্নাইয়ের এক আদালত। সে সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আদালত। শ্রমিকদের বীমার টাকা পরিশোধ না করায় জয়া প্রদাকে এই সাজা দেয়া হয়।

মামলার নথি থেকে জানা যায়, জয়া প্রদা ও তার ভাই রাজ বাবু ‘জয়াপ্রদা সিনে থিয়েটার’ নামের একটি সিনেমা হল কিনেছিলেন। যা পরে বন্ধ হয়ে যায়। ওই থিয়েটারের কর্মীরা অভিযোগ করেন, তাদের বেতন থেকে টাকা কেটে নেওয়া হলেও, সরকারি বীমার টাকা ফেরত দেয়া হয়নি।

এর পরিপ্রেক্ষিতে জয়া প্রদা এবং তার সহযোগীদের বিরুদ্ধে চেন্নাইয়ের আদালতে মামলা দায়ের করে ভারতের বীমা কর্পোরেশন। ১৯৯১ সালের নভেম্বর থেকে ২০০২ সালের সেপ্টেম্বর পর্যন্ত কর্মীদের ৮ লাখ ১৭ হাজার ৭৯৪ টাকা দিতে ব্যর্থ হয়েছে জয়া প্রদা ও তার ভাই।

আদালত কর্মীদের শিগগিরই তাদের পাওনা টাকা ফেরত দিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে। অভিনেত্রী আশ্বাস দিয়েছেন, বকেয়া সব মিটিয়ে দেবেন। তিনি মামলা খারিজ করার আবেদন জানান। যদিও সেই আবেদন মানেনি আদালত। পরিবর্তে তাকে জেল ও জরিমানার নির্দেশ দিয়েছে।

বলিউড সিনেমার অন্যতম নামী অভিনেত্রী জয়া প্রদা। পাশাপাশি সত্তর থেকে নব্বই দশকের গোড়ার দিকে তেলুগু সিনেমাতেও চুটিয়ে অভিনয় করেছেন তিনি। অল্প বয়সেই দক্ষিণের ছবিতে জনপ্রিয়তা অর্জন করেন জয়া। এরপর বলিউডে পাড়ি। ১৯৭৯ সালে মুক্তি পায় ‘সরগম’।

এর হাত ধরে খ্যাতির চূড়ায় ওঠেন জয়া প্রদা। এরপর একের পর এক হিট সিনেমা। সেই তালিকায় রয়েছে- ‘কামচোর’, ‘তোফা’, ‘এলান ই জঙ্গ’, ‘আজ কা অর্জুন’, ‘থানেদার’ ও ‘মা’ এর মতো নাম নাম করা ছবি।

তবে, ক্যারিয়ার যখন মধ্যগগনে তখনি অভিনয় ছেড়ে দেন তিনি। এরপর ১৯৯৪ সালে তেলুগু দেশম পার্টিতে যোগ দেন। শুরু হয় রাজনৈতিক জীবন। পরে তিনি রাজ্যসভার সদস্য হন। লোকসভার সদস্যও হয়েছিলেন। ২০১৯ সালে তিনি বিজেপিতে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *