নুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির আকাঙ্খায় একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে ঢেলে সাজাতে চেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। স্বল্প সম্পদ আর দক্ষতার পূর্ণ ব্যবহার করে স্বনির্ভর সমাজতান্ত্রিক অর্থনীতির স্বপ্ন দেখেছেন তিনি। কিন্তু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে থামিয়ে দেয়া হয় অর্থনৈতিক মুক্তির সেই স্বপ্ন।
১৯৭৫ সালের পনেরই আগস্ট। শুধু একটি পরিবারের নির্মম হত্যা দিবস নয় সেদিন পরিকল্পিত ভাবে রুখে দেয়া হয়েছে একটি স্বনির্ভর অর্থনৈতিক দেশের স্বপ্নকে। থামিয়ে দেয়া হয়েছে একজন স্বপ্নদ্রষ্টা নেতার নেতৃত্বকে, মানুষের অর্থনৈতিক মুক্তিই ছিল যার আকাঙ্খা।
বঙ্গবন্ধুর সেই সময়ের একান্ত সচিব ড. ফরাসউদ্দিন বলেন, ৭৫ সালের হত্যাযোজ্ঞের উদ্দেশ্য ছিল দেশকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দেয়া।
(সৌজন্যে: একাত্তুর টিভি)