১৮ জনের চাকরির সুযোগ: জেলা প্রশাসকের কার্যালয় মাদারীপুর

অন্যান্য জাতীয় শহর

যুগান্তর ডেস্ক

মাদারীপুর ও জেলাটির আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সর্বমোট ৫টি পদে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের জন্য থাকছে ২০তম গ্রেডের বেতন স্কেল।

পদের নাম : অফিস সহায়ক।
পদ সংখ্যা : ৫টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম : নিরাপত্তা প্রহরী।
পদ সংখ্যা : ৭টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

পদের নাম : পরিচ্ছন্নতাকর্মী।
পদ সংখ্যা : ৩টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

পদের নাম : বাবুর্চি।
পদ সংখ্যা : ১টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। রান্নার কাজে অন্যূন ০৫ বছরের অভিজ্ঞতা।

পদের নাম : মালি।
পদ সংখ্যা : ২টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন : গ্রেড-২০তম (৮২৫০-২০০১০ টাকা)।

আবেদনের শর্ত : প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও মাদারীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়সসীমা : প্রার্থীর বয়স ১০-০৯-২০২৩ তারিখে অবশ্যই ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন পদ্ধতি : আবেদন ফরম কম্পিউটারে টাইপ করে/ হাতে পূরণ করতে হবে। আবেদন ফরমের নির্ধারিত স্থানে স্ব-হস্তে তারিখসহ স্বাক্ষর প্রদান করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত এক পাতার নির্ধারিত আবেদন ফরমটি িি.িসধফধৎরঢ়ঁৎ.মড়া.নফ ওয়েবসাইটে পাওয়া যাবে।

পরীক্ষার ফি : ১০০ টাকা। ট্রেজারি চালানের মাধ্যমে ফি বাবদ এ টাকা কোড নং-১-০৭৪২-০০০০-২০৩১ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে। এরপর ট্রেজারি চালানের মূল কপি সংযুক্ত করতে হবে।

আরও পড়ুন: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ

আবেদনের শেষ তারিখ : ১০ সেপ্টেম্বর, ২০২৩। নির্দিষ্ট সময়ে মধ্যে আবেদনপত্র ‘জেলা প্রশাসক, মাদারীপুর’ বরাবর ডাকযোগে পৌঁছাতে হবে। হাতে হাতে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *