অনলাইন ডেস্ক
ডন থেকে নেওয়া উদ্ধার অভিযানের ছবি
প্রায় ১৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানে ঝুলন্ত কেবল কারে আটকে পড়া আটজনের সবাইকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে তাদের উদ্ধার করা হয়। সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা সফলভাবে উদ্ধার অভিযান সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। খবর- ডন
আটকে পড়াদের মধ্যে ছয়জনই ছিল শিশু। ১০ থেকে ১৫ বছর বয়সী এই শিশুরা মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে কেবল কারে করে স্কুলে যাচ্ছিল। এ সময় কেবল কারের একটি তার ছিড়ে যায়। এতে যাত্রীরা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায় প্রায় ৯০০ ফুট উঁচুতে আটকা পড়ে।
তাদেরকে উদ্ধার করতে সামরিক বাহিনীর হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছে।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের প্রত্যন্ত ও পাহাড়ি অঞ্চলের অনেক শিশু স্কুলে কেবল কারে স্কুলে যাতায়াত করে। এসব কার নিয়মিত রক্ষণাবেক্ষণ না করার অভিযোগ রয়েছে।