সুবর্ণবাঙলা ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
চীনের বেল্ট অ্যান্ড রোড ফোরামের সম্মেলনে যোগ দেবেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছে ক্রেমলিনের একটি সূত্র। খবর ব্লুমবার্গ।
সূত্র জানায়, আগামী অক্টোবরে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বেল্ট অ্যান্ড রোড ফোরামের বৈঠকে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন পুতিন। বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।