কানাডায় ভারতীয়দের জন্য দিল্লির অ্যাডভাইসারি

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক


ছবি: ডয়েচে ভেলে

কানাডায় যারা আছেন এবং যারা যেতে চান, সেই সব ভারতীয়দের জন্য অ্যাডভাইসারি জারি করলো ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘কানাডায় ক্রমবর্ধমান ভারত-বিরোধী কাজকারবার হচ্ছে এবং যেভাবে হেট-ক্রাইম ও অন্য অপরাধকে রাজনৈতিকভাবে ক্ষমা করা হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে ভারতীয়রা যেন চূড়ান্ত সতর্ক থাকেন।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘সম্প্রতি যারা ভারত-বিরোধী কর্মসূচির বিরোধিতা করেছেন, তাদের ও কূটনীতিকদের হুমকি দেয়া হচ্ছে। যেসব জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে, সেই সব জায়গায় যেন ভারতীয় নাগরিকরা না যান।’

বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারতীয় নাগরিকদের সুরক্ষার জন্য আমাদের হাই কমিশনার ও কনসাল জেনারেলরা কানাডার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। কিন্তু খারাপ সুরক্ষা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় পড়ুয়ারা যেন চরম সতর্কতা বজায় রাখেন।’

বলা হয়েছে, ‘কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিক ও ছাত্ররা যেন হাই কমিশন বা কনসুলেটে তাদের নাম নথিভুক্ত করেন। ওয়েবসাইটের মাধ্যমেই তারা এই কাজ করতে পারবেন। এর ফলে দূতাবাসের তরফ থেকে ভারতীয়দের সঙ্গে আরো ভালোভাবে যোগাযোগ রাখা সম্ভব হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *