’বাগান বাড়ি’ শব্দটি উচ্চারিত হলেই আমাদের মানসপটে ভেসে ওঠে সবুজ বৃক্ষরাজি শোভি ফুল-ফলের পরিকল্পিত বনজ ভূমি।’বাগান বাড়ি’ আভিজাত্যৈ ও অহঙ্কারে সাভারের ফুড ভ্যালি হিসেবে পরিচিত থানা রোডে অবস্থিত তেমনি একটি স্খান হলেও তার মধ্যে অতিরিক্ত রয়েছে আরও অনেক কিছু। এখানে রয়েছে সাজানো গাছের সুশীতন ছায়া তলে শৈল্পিক মননে সাজানো অনেক গুলো খোলামেলা (সেডের সমন্বয়) বাংলো।
যেখানে ছোট বড় যেকোনো (১০ থেকে শতাধিক) সংখ্যক গেস্টের পার্টীর আয়োজনের জন্য উপযুক্ত এবং মনোরম স্থান। নিরিবিলি ছিমছাম এ ’বাগান বাডি’তে বার্থডে, গায়ে হলুদ, বিবাহ উত্তোর সর্ম্বধনা, ইফতার পার্টী ইত্যাদি আয়োজন করতে পারেন।
বাগান বাড়ির রয়েছে অত্যন্ত সুদক্ষ এবং শিক্ষিত নিজস্ব কর্মী বাহিনী। আপনার যে কোনো অনুষ্ঠানের জন্য পসন্দের শীর্ষে রাখতে পারেন নিদ্বির্ধায়।সাভার ‘মাফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজের’ সামনাসামনি অবস্থিত এই বাগান বাড়ি।