‘বাংলাদেশি তরুণের সঙ্গে ফিশ ডিনার ডেটে যাব’, কে এই পাকিস্তানি অভিনেত্রী

বিনোদন

বিনোদন ডেস্ক

বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ত হয়ে উঠেছেন ভক্ত-অনুরাগীরা। বৃহস্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি সাকিব আল হাসান ও রোহিত শর্মার দল।

গত শনিবার আহমেদাবাদে ভারতের কাছে গো-হারা হেরেছে পাকিস্তান। ম্যাচ হারার পরদিন পাকিস্তানের তরুণ অভিনেত্রী সেহার শিনওয়ারি এক্স হ্যান্ডলে লিখেছেন- ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতলে আমি ঢাকায় যাব। বাংলাদেশি তরুণের সঙ্গে ফিশ ডিনার ডেটে যাব।

পোস্টটি নিয়ে আলোচনা চলছে এক্সে; কেউ কেউ সমালোচনাও করছেন। হায়দ্রাবাদের মেয়ে সেহার ২০১৪ সালে একটি কমেডি সিরিজে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। এরপর আরও কয়েকটি ধারাবাহিকে কাজ করেছেন তিনি।

অভিনয়ে পরিবার ও নিজের সম্প্রদায়ের বাধার মুখে পড়েছিলেন সেহার। বাধার দেয়াল ঠেলে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *